২৪ আষাঢ়, ১৪৩২

০৯ জুলাই, ২০২৫

যমুনা, সচিবালয় ও পাশ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ফের গণবিজ্ঞপ্তি

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন
যমুনা, সচিবালয় ও পাশ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ফের গণবিজ্ঞপ্তি

বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সকল ধরণের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৮ জুলাই) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টার নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল ৯ জুলাই বুধবার হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা) যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

সবশেষ গত ৭ জুন সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এর আগেও একাধিকবার সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি।

এদিকে, গত ১২ জুন প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের গেটমাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে ফের সভা, সমাবেশ, মিছিল, সভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে ডিএমপি। এরপর ২১ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ নিষিদ্ধ করা হয়।

নয়াশতাব্দী/এসআর