
বর্তমান দুনিয়া চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে। আর এই রীতিমতো ‘ডিজিটাল রেভ্যুলেশন’-এর মাঝেই দেশের কনটেন্ট নির্মাতাদের জন্য যুগান্তকারী এক রিসোর্স নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও এআই প্রশিক্ষক রবিনরাফান। আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে তাঁর তৃতীয় বইয়ের প্রি-অর্ডার।
এর আগের দুটি বই একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয় এবং পরবর্তীতে চারটি আন্তর্জাতিক বইমেলায় বিক্রি হয়–যা দেশের কনটেন্ট নির্মাতাদের ইতিহাসে এক অনন্য মাইলফলক। সেই সফলতার ধারাবাহিকতায়, এবার তিনি এনেছেন এমন একটি বই—যা শুধু ‘পাঠ্য’ নয়, বরং একটি প্র্যাকটিকাল গাইড টু ফিউচার স্কিলস।
নতুন বইটিতে AI কীভাবে ব্যবহার করে ভিডিও তৈরি, গান বানানো, স্ক্রিপ্ট লেখা, পোস্ট প্রোডাকশন ও ডিজিটাল কনটেন্ট অপ্টিমাইজেশন করা যায়—তা ধাপে ধাপে বিশ্লেষণ করা হয়েছে। বইটির কনটেন্ট তৈরি হয়েছে রবিনরাফানের নিজস্ব AI Masterclass-এর বাস্তব অভিজ্ঞতা ও শিক্ষার ভিত্তিতে।
রকমারি, বইসদাই, ওয়াফিলাইফ, পিবিএস সহ দেশের প্রধান সব অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্মে এখনই বইটির প্রি-অর্ডার করা যাচ্ছে।
যারা ডিজিটাল দুনিয়ায় দক্ষতা তৈরি করতে চান, যারা নিজের কনটেন্ট দিয়ে পেশাগত জায়গা গড়তে চান-এই বইটি তাদের জন্য একটি অপরিহার্য হাতিয়ার।
নয়াশতাব্দী/ইএইচ