৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

‘জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ’

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন
‘জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রধান কাজ হলো জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করা। যা করছে বিএনপি। সেই সঙ্গে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নিজ দলের নেতাকর্মীদের সঙ্গেও সুসম্পর্ক তৈরি করছে বিএনপি।’

মঙ্গলবার (১ এপ্রিল) ঠাকুরগাঁও বাসভবনে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় মির্জা ফখরুল এসব কথা বলেন।

ড. ইউনূসের চীন সফরকে বর্তমান সরকারের বড় সাফল্য উল্লেখ করে তিনি বলেন, সরকার পরিবর্তনের সাথে চীন তার ভাবনা পরিবর্তন করেছে। এখন সব রাজনৈতিক দলের সাথেই কথা বলছে। বাংলাদেশে বিনিয়োগ ও উন্নয়নে চীন ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি। 

বিএনপির মহাসচিব বলেন, সংস্কার আর নির্বাচন আলাদা জিনিস নয়। সংস্কার সংস্কারের মতো চলবে। নির্বাচন নির্বাচনের মতো চলবে। এছাড়া সংস্কার প্রস্তাব যথাযথভাবে পর্যালোচনা করেই বিএনপি মতামত দিয়েছে বলেও জানান তিনি।

 

নয়াশতাব্দী/জিএস