
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আঁখি চৌধুরী আজ মঙ্গলবার (১ জুলাই) ঘরোয়া আয়োজনে উদযাপন করলেন তার জন্মদিন। প্রিয়জনদের উপস্থিতিতে নিজ বাসাতেই কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও ছোট্ট এক মিলনমেলায় পরিণত হয় দিনটি।
আঁখি চৌধুরী সম্প্রতি ব্যস্ত সময় কাটাচ্ছেন একাধিক নাটক নিয়ে। ‘প্রবাসী বড় বউ’, ‘লক্ষ্মী বইয়ের দরজাল শাশুড়ি’, ‘আন্তর্জাতিক বিচারক’ ও ‘ভুল শহরের ফুল’—নাম শুনলেই বোঝা যায় ভিন্নধর্মী গল্পে কাজ করছেন তিনি। এসব নাটকে তার অভিনয় দক্ষতা প্রশংসা কুড়িয়েছে দর্শকদের কাছ থেকে।
শুধু ছোট পর্দাই নয়, এবার বড় পর্দার দিকেও নজর দিয়েছেন আঁখি। তার সঙ্গে একটি সিনেমা প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে—যা বাস্তবায়ন হলে দেখা যাবে নতুন এক আঁখিকে।
আঁখি চৌধুরী বলেন, “আমি অভিনয়কে ভালোবাসি। জন্মদিনের দিনটাও আমি ক্যামেরার সামনে ছিলাম—এটাই আমার সবচেয়ে বড় উপহার।
বিশ্বতে তাকে নিয়ে আরও বড় কাজের প্রত্যাশায় আছে তার ভক্ত-অনুরাগীরা।
নয়াশতাব্দী/এসআর