
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত কার্জন হলে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবিতে একটি স্মারকলিপি প্রদান করে।
মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, অনুষদের মাননীয় ডীন বরাবর এ স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে জীববিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যা ও শিক্ষাগত প্রয়োজনীয়তার আলোকে মোট ৯ দফা দাবি উত্থাপন করা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল:
স্মারকলিপিতে উল্লেখ করা হয় , ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাম্প্রতিক সময়ের ইতিবাচক পদক্ষেপসমূহ আমাদের আশাবাদী করেছে। সেই ধারাবাহিকতায় জীববিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ন্যায্য ও বাস্তবসম্মত চাহিদাগুলোর প্রতি প্রশাসন দ্রুত নজর দেবে এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না বলেন ,আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে কার্জন হলের এই সমস্যা গুলো দেখছি ,দীর্ঘ পাঁচ বছরেও একটি সমস্যা সমাধান হতে দেখিনি,অথচ প্রত্যেক শিক্ষার্থী এই সমস্যাগুলোর কারণে ভুক্তভোগী। আমাদের মনে হয়েছে শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কথা বলা দরকার ,সমস্যা সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টিআকর্ষণ প্রয়োজন। সেজন্যই আমরা মাননীয় ডীন বরাবর সমস্যা সমাধানের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আফসানা আক্তার বলেন ,মাননীয় ডীন আন্তরিকতার সাথে সমস্যাগুলো শুনেছেন এবং যথাসাধ্য সমাধানের আশ্বাস দিয়েছেন।আমরা আশাবাদী সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে এবং শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে জ্ঞানচর্চা করতে পারবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা , ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিশ্বাস করে , একাডেমিক উৎকর্ষ অর্জনের জন্য শিক্ষার্থীদের মৌলিক সুবিধাসমূহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।
নয়াশতাব্দী/এসআর