৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

বাংলাদেশের বিচার বিভাগের প্রশংসা করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ৭, ২০২৫, ৪:১০ অপরাহ্ন
বাংলাদেশের বিচার বিভাগের প্রশংসা করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

বাংলাদেশের জনগণ এবং বিচার বিভাগের প্রশংসা করলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

সুপ্রিম কোর্ট দেখতে এসে আজ দুপুরে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে এই প্রশংসা করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

আদালত কক্ষে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণ এবং বিচার বিভাগের প্রশংসার পাশাপাশি দেশের বিচার বিভাগের রিফর্ম নিয়ে তার আশাবাদ ব্যক্ত করেন। এসময় আদালতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাসস।

নয়াশতাব্দী/এসআর