২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২৫, ৩:০৭ অপরাহ্ন
সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

আজ শনিবার (১০ মে) সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সরকারের একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে আজকের জরুরি বৈঠকে নির্দিষ্ট কোন বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। তার মধ্যেই সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের কথা জানা গেলো।

তবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু নিয়ে বৈঠকে আরোচনা হতে পারে। বৈঠকের সময় ও স্থানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি।

নয়াশতাব্দী/এসআর