
বিএনপি, জামায়াত, এনসিপি ছাড়াও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় ভবন যমুনায় রোববার (২৫ মে) বিকেলে কয়েকটি দলের সঙ্গে বৈঠক হবে।
আজ শনিবার (২৪ মে) বিভিন্ন দলের নেতাদের ফোন করে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। এদিকে আজ সন্ধ্যা থেকে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে পৃথকভাবে কথা বলবেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে বিএনপি ও জামায়াত বৈঠকের বসার আবেদন করেছিল বলে গণমাধ্যমকে জানিয়েছিল দল দুইটি।
প্রধান উপদেষ্টার ‘পদত্যাগ ইস্যুতে’ গত দুই দিন দেশের রাজনৈতিক অঙ্গন ছিল বেশ উত্তপ্ত। বিভিন্ন মহল থেকে সর্বদলীয় ঐক্যের ডাক আসে।
নয়াশতাব্দী/ইআর