
টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে একটি দল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, এভাবে মামলা ব্যবসা চলতে দেয়া যাবে না। একটি মানুষ যদি নিরপরাধ হয়, তার বিরুদ্ধে জুলুম করা যাবে না। যারা এমন করবে, তা তাদের ওপর ফিরে যাবে—যার উদাহরণ ফ্যাসিস্ট শেখ হাসিনা।
বুধবার (২৮ মে) দুপুরে দিনাজপুরের বিভিন্ন উপজেলা সফরের দ্বিতীয় দিনে বিরল উপজেলা টেম্পুস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, শুধুমাত্র দেশের বড় বড় শহরে আন্দোলন করে দেশের গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে না। পরিবর্তন আনতে হলে প্রয়োজন ভালো ও বিবেকবান নেতার। আর এজন্য আগে নিজেকে বিবেকবান ভোটার হতে হবে। টাকা ও সুবিধার কাছে নিজের বিবেককে বিক্রি করে বড় দল আর মার্কা দেখে নেতা নির্বাচন করা যাবে না।
তিনি আরও বলেন, মাদক ব্যবসার সাথে জড়িত সে যেই দলের হোক না কেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
উল্লেখ্য, দ্বিতীয় দিনে দিনাজপুরের ৭টি উপজেলার পথসভার শুরুতেই এনসিপি বিরল উপজেলা শাখা অফিস উদ্বোধন করেন। পরে তিনি কাহারোল উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হন।
নয়াশতাব্দী/ইআর