
দিন দিন রাজধানীতে চাঁদাবাজির ঘটনা বেড়েই চলেছে। বিশেষ করে রাত নামলেই কিছু চিহ্নিত ব্যক্তির দাপটে রীতিমতো রাজত্ব শুরু হয় পাড়া-মহল্লায়। ব্যবসায়ী, পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তাদের হুমকি ও চাঁদার দাবিতে অতিষ্ঠ।
এমন পরিস্থিতিতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নিকুঞ্জ-২-এর ১৭ নম্বর রোডে অভিযান চালিয়ে মোঃ ইসমাইল হোসেন বাবু ওরফে মোফা বাবু (৩২) ও শেখ সাইফুল (৩১) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ অর্থ উদ্ধার করা হয়।
জানা গেছে, মো. ইসমাইল হোসেন বাবু বর্তমানে খিলক্ষেত থানার ৯৬ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি ও তাঁর সহযোগী সাইফুল স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী তাদের এই কর্মকাণ্ডে চরমভাবে বিরক্ত ও অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তারই শিকার হন ফয়সাল নামের এক ব্যবসায়ী।
ভুক্তভোগী ফয়সাল সাংবাদিকদের জানান, গত ৭ জুলাই রাতে তিনি তার চুরি হওয়া অটোরিকশা খুঁজতে বের হলে গভীর রাতে মোফা বাবুর লোকজন তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে ৯৬ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর সড়কে স্বেচ্ছাসেবক দলের অফিসে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং তার কাছ থেকে জোরপূর্বক প্রায় ৪৮ হাজার টাকা আদায় করা হয়। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সেনা অভিযানের পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন। পরে আটক দুজনকে খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান চলবে নিয়মিত।
নয়াশতাব্দী/ইএইচ