
শিগগিরই চ্যানেল আই-তে প্রচারিত হতে যাচ্ছে টেলিফিল্ম “আমারও গল্প আছে”। রচনা ও পরিচালনায় রয়েছেন সময়ের বাস্তবধর্মী নির্মাতা রানা বর্তমান। মানুষের জীবনের জটিলতা, আত্মমর্যাদার টানাপোড়েন, সমাজের কঠিন বাস্তবতা আর মব জাস্টিসের মতো ভয়াবহ সামাজিক ব্যাধিকে ঘিরেই নির্মিত হয়েছে এই টেলিফিল্ম।
এই গল্পে রয়েছে একজন বাবার যন্ত্রণা, যিনি সমাজের চোখে ‘চোর’—কিন্তু তাঁর মেয়ের চোখে তিনি একমাত্র সুপারম্যান। এমনই এক দ্বৈত বাস্তবতা, যেখানে একজন নিরীহ মানুষ হয়ে ওঠেন ভিড়ের কষাঘাতের শিকার। নিজের সম্মান বাঁচাতে হিমশিম খাওয়া সেই মানুষটির হৃদয়ের কান্না, সন্তানের বিশ্বাস আর সমাজের রূঢ় আচরণই ফুটে উঠেছে পর্দায়।
পরিচালক রানা বর্তমান বলেন, এই গল্প শুধু নির্মাণ নয়, এটি একটি অনুভূতি। একজন বাবার কান্না, তার অপমান, সন্তানের নির্ভরতা এবং সমাজে বিদ্যমান মব জাস্টিসের হিংস্র রূপ—সবই আমরা বাস্তবের মতো করে তুলে ধরেছি। আমার বিশ্বাস, গল্পটি হাজারো দর্শকের হৃদয়ে নাড়া দেবে।
টেলিফিল্মটি প্রযোজনা করেছে দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। প্রচারিত হবে চ্যানেল আই-এর টেলিভিশন স্ক্রিন ও অনলাইন প্ল্যাটফর্মে।
গল্পে প্রাণ দিয়েছেন দেশের গুণী শিল্পীরা। অভিনয়ে রয়েছেন আজিজুল হাকিম, সুষমা সরকার, এমিলি, গোলাম রাব্বানী মিন্টু, আব্দুল আজিম, তুহিন চৌধুরী, সাহিদুল সোহেল, রিমন সাহা, জামাল পাটোয়ারী, উকিলসহ আরও অনেকে।
চিত্রগ্রহণ করেছেন আমির হামজা। সহকারী পরিচালনায় ছিলেন সাহিদুল ইসলাম সোহেল ও সজীব। অঙ্গসজ্জায় ছিলেন আব্দুর রহিম। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন আরডি হৃদয়। গ্রাফিক্স ডিজাইন, মিউজিক ডিরেকশন, ড্রোন অপারেশনসহ কারিগরি বিভাগে কাজ করেছেন একদল দক্ষ ও নিবেদিত টিম।
“আমারও গল্প আছে” কেবল একটি টেলিফিল্ম নয়, এটি একটি সামাজিক প্রতিচ্ছবি। হৃদয় ছুঁয়ে যাওয়া এই নির্মাণ দর্শকদের সামনে এমন এক প্রশ্ন ছুড়ে দেবে, যার উত্তর সহজ নয়—চুরি করেছে, না কি চুরি করতে বাধ্য করা হয়েছে?