
বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বলে ফের স্পষ্ট করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ব্যাপক আলোচনার পরেও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে ঐক্যমত্য আসেনি। সংস্কার কমিশন সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্ত জানাবে, তারপর আমরা সম্মতি-অসম্মতি জানাবো।
মঙ্গলবার (১৫ জুলাই) ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বললেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে ঐক্যমতে আসলেও উচ্চকক্ষ গঠন নিয়ে ঐকমত্যে আসেনি রাজনৈতিক দলগুলো। ভোটের অনুপাত ও সংসদ সদস্যদের সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি।
তবে ঐকমত্য কমিশন মনে করে, মৌলিক সংস্কার হিসেবে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসতে হবে। আর দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা অব্যহত রাখতে আহ্বান জানিয়েছেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ সংবিধানের কিছু ধারা সংশোধনে গণভোটের বিধান রাখতে অধিকাংশ রাজনৈতিক দল একমত বলেও জানিয়েছেন আলী রিয়াজ।
নয়াশতাব্দী/এনএ