৩১ আষাঢ়, ১৪৩২

১৬ জুলাই, ২০২৫

চেয়ারম্যান টিটুর উদ্যোগে ভোলাবে নতুন কলেজ, স্বপ্ন ছোঁয়ার পথে শিক্ষার্থীরা

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন
চেয়ারম্যান টিটুর উদ্যোগে ভোলাবে নতুন কলেজ, স্বপ্ন ছোঁয়ার পথে শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নে প্রথমবারের মতো একটি কলেজের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনার মধ্য দিয়ে কলেজ শাখার উদ্বোধনের ঘোষণা দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু।

দীর্ঘদিন ধরে ভোলাব ইউনিয়নের শিক্ষার্থীরা কলেজের জন্য কাঞ্চন বা নরসিংদীর মতো দূরের এলাকায় যেতে বাধ্য হতো। যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী মাধ্যমিকের পরেই ঝরে পড়তো। নতুন এই কলেজ সেসব বাধা অনেকটাই দূর করবে বলে আশা করছেন স্থানীয়রা।

সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থী তানজীলা আক্তার বলেন,আমাদের এলাকায় কলেজ হবে—এটা ভাবতেই ভালো লাগছে। এখন আর দূরে যেতে হবে না।

একই অনুভূতি প্রকাশ করেন অভিভাবক রাহেলা বেগম। তিনি বলেন,আগে বড় মেয়েটা নরসিংদীতে পড়েছে, অনেক কষ্ট করেছি। এখন ছোট ছেলেটাকে এখানেই ভর্তি করাতে পারবো।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামান মিয়া বলেন,ভোলাব ইউনিয়নের মানুষ বহুদিন ধরে এখানকার স্কুলকে কলেজ করার স্বপ্ন দেখেছে। এবার সেই স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে।

চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু জানান,গরিব ও মেধাবী শিক্ষার্থীরা যেন বাড়ির কাছেই কলেজে পড়তে পারে, সে লক্ষ্যে গণবাংলা উচ্চ বিদ্যালয়ের সঙ্গে কলেজ শাখা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কলেজের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন,
শিক্ষা বিস্তারে এটি একটি বড় পদক্ষেপ। প্রশাসনের পক্ষ থেকে সকল সহায়তা দেওয়া হবে।

এ উদ্যোগে ভোলাবের শিক্ষাক্ষেত্রে নতুন যুগের সূচনা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। কলেজটি পুরোপুরি চালু হলে এলাকার শত শত শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাবে নিজ বাড়ির কাছেই।

নয়াশতাব্দী/এনএ